উত্তর প্রদেশে সুইস যুগলের পর জার্মান পর্যটকের ওপর ‘হামলা’

ভারতের উত্তর প্রদেশে দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের প্রেমিক যুগলের ওপর বর্বরোচিত হামলার রেশ না কাটতেই জার্মানির এক নাগরিক শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার রাজ্যের পূর্বাঞ্চলীয় সোনভদ্র জেলায় এই হামলা হয়।
এ ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, হোলজার এরিক নামের ওই জার্মান নাগরিক আগোরি কেল্লা দেখতে সোনভদ্র জেলায় ঘুরতে এসেছিলেন। রবার্টসগঞ্জ রেলওয়ে স্টেশনে তিনি হামলার শিকার হন। তবে তাঁর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আমান যাদব বলছেন উল্টো কথা। তাঁর ভাষ্য, কুশল বিনিময়ের পর এরিক প্রথম তাঁকে আঘাত করেছেন।
যাদব অভিযোগ করে বলেন, ‘‘আমি নির্দোষ…আমি ‘ভারতে স্বাগতম’ বলার পর জার্মানির নাগরিক আমাকে ঘুষি মারে। এমনকি সে আমাকে থুতুও মেরেছে।”
হামলার বিষয়ে জানতে চাইলে সামান্য আঘাত পাওয়া হোলজার এরিক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ভারতের নিজস্ব আইন আছে…সুপ্রিম কোর্ট বলেছেন, গোপনীয়তা মৌলিক অধিকার। তাই দয়া করে আমার গোপনীয়তা লঙ্ঘন করবেন না। আমি এখানে এসেছি এফআইআর দায়ের করতে এবং এর বেশি কিছু বলার নেই।’
গত মাসে আগ্রার কাছে হামলার শিকার হন সুইজারল্যান্ডের প্রেমিক যুগল। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মহল।
হামলায় খুলিতে আঘাত পান কুয়েন্টিন জেরেমি ক্লার্ক (২৪) নামের এক যুবক। এই আঘাতে তাঁর শ্রবণশক্তি আংশিক কমে যেতে পারে। তাঁর মেয়েবন্ধু ম্যারি ড্রোক্সজের হাত ভেঙে গেছে।