হত্যার হুমকির জবাব দিলেন অভিনেতা কমল হাসান

ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলায় ভারতের জনপ্রিয় অভিনেতা কমল হাসানকে হত্যার হুমকি দেওয়া হয়। এবার সেই হুমকির কড়া জবাব দিয়েছেন তিনি।
কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে উদ্দেশ করে কমল বলেন, ‘যারা সমালোচনা সহ্য করতে পারে না, তাদের একমাত্র সম্বল হলো হুমকি।’
এর আগে কমল হাসান বলেন, ভারতের মাটিতে আগে কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিংসার আশ্রয় না নিয়ে যুক্তিতর্ক দিয়ে নিজেদের মতামত জানাত। কিন্তু এখন তারা চরমপন্থা বেছে নিয়েছে। তাদের মধ্যে জঙ্গিবাদী কার্যকলাপ বৃদ্ধি পাছে বলেও মন্তব্য করেন তিনি।
কমলের ওই মন্তব্যের পরেই ভারতের দক্ষিণপন্থী হিন্দু গোষ্ঠীগুলো তাঁর বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বলা হয়, কমল হাসান নিকৃষ্ট মন্তব্য করেছেন। সে সময় ভারতের এই অভিনেতাকে উদ্দেশ করে উত্তরপ্রদেশের বিজেপির সাংসদ বিনয় কাটিয়ার বলেন, কমল হাসানের মানসিক স্থিতিশীলতার অভাব রয়েছে।
বেনারসের এক আইনজীবী কমল হাসানের বিরুদ্ধে মামলাও করেছেন। কমল হাসানের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সহসভাপতি অশোক শর্মা বলেন, কমল হাসানের মতো লোকদের গুলি করে মারা উচিত।
এসব সমালোচনার জবাবে কমল হাসান বলেন, ‘আমরা প্রশ্ন করলে ওরা আমাদের দেশবিরোধী বলে এবং কারাগারে ঢোকাতে চায়। কিন্তু কারাগারে এত মানুষ রাখার জায়গা না থাকায় ওরা আমাদের গুলি করে মারতে চায়। আসলে যারা সমালোচনা সহ্য করতে পারে না, তাদের একমাত্র সম্বল হলো হুমকি। তবে ওদের জানা উচিত, গণতন্ত্রে প্রত্যেকেরই নিজস্ব মতপ্রকাশের অধিকার রয়েছে।’