গুজরাটে জিপ-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

ভারতের গুজরাট রাজ্যে সোমবার দিবাগত রাতে একটি জিপ ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হন। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতের গুজরাট রাজ্যে একটি জিপ ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজ্যটির খেদা জেলার কাঠলাল শহরের আহমেদাবাদ-ইন্দোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইর খবরে বলা হয়, আহমেদাবাদের কাছে দোলকা শহর থেকে একটি জিপে করে কয়েকজন বাসায় ফিরছিলেন। পথে জিপটি খেদা জেলায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
জিপের যাত্রীদের সবাই মধ্যপ্রদেশ রাজ্যের আলিরাজপুরের বাসিন্দা।
এ বিষয়ে কাঠলাল থানার উপপরিদর্শক (এসআই) এ জি রাঠোর জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয় নারীসহ নিহত হন ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় এক শিশুর। নিহতদের মধ্যে জিপচালকও রয়েছেন।
রাঠোর আরো জানান, দুর্ঘটনার সময় জিপে ২৫ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আহত আটজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।