খাবার নিয়ে অভিযোগ, ফুটন্ত তেল ছুড়লেন রেস্তোরাঁর মালিক

খাবারের মান নিয়ে অভিযোগ করায় খরিদ্দারের গায়ে গরম তেল ছুড়েছেন রেস্তোরাঁর মালিক। এতে এক খরিদ্দার দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এ ঘটনা ঘটে।
মুম্বাই পুলিশ জানায়, উলহাসনগর এলাকায় একটি চায়নিজ রেস্তোরাঁয় ঘটনাটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, রেস্তোরাঁর মালিক পানির জগে কড়াই থেকে গরম তেল ভরে খরিদ্দারদের ওপর ছোড়েন। এরপর আবারও কড়াই থেকে ফুটন্ত তেল নিয়ে ছোড়েন। এই কাজটি তিনি তিনবার করেন।
এনডিটিভি জানায়, দগ্ধ ব্যক্তি খাবারের মান নিয়ে অভিযোগ করতে গেলে দোকানের মালিক ও তাঁর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি রেস্তোরাঁর আসবাব ভাঙচুর করেন বলে জানা গেছে। এরপর রেস্তোরাঁর মালিক ফুটন্ত তেল ছুড়ে মারেন।
পুলিশের কর্মকর্তা জানান, রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে।
এদিকে, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও দোকান ভাঙচুর করায় থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই মালিক।