কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ শাহরুখ কাজল

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন প্রদীপ জ্বেলে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এ উৎসব চলবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান, কমল হাসান, কাজল দেবগন, চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট, সংগীতশিল্পী কুমার শানু ও ব্রিটিশ পরিচালক মাইকেল উইনটারবটম। টালিগঞ্জের অভিনেতা রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ, মিমি, ইন্দ্রানী হালদারসহ একঝাঁক শিল্পী ও কলাকুশলীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।
আন্তর্জাতিক চলচিত্র উৎসবে শাহরুখ খান বাংলা ভাষায় বলেন, ‘এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ শহর কলকাতা অবশ্যই ভারতের সবচেয়ে মিষ্টি শহর। আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই ধন্যবাদ।’
বলিউডের প্রথিতযশা অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, ‘কলকাতা চলচ্চিত্র উৎসবে এটা সম্ভবত আমার চতুর্থবার আসা। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে বারণ করেছিলাম, কিন্তু তারপরও তিনি আমাকে অনুরোধ জানালেন। তাই আমিও না এসে থাকতে পারলাম না।’ এদিন অমিতাভ বচ্চন ভারতীয় ছবির সঙ্গে সংগীতের সম্পৃক্ততা নিয়ে বলেন, যে কোনো ছবিতে অপরিহার্য বিষয় হলো সংগীত। সে ক্ষেত্রে ধর্ম, ভাষা, বর্ণ পেরিয়ে ভারতীয় ছবিতে সংগীতের উপস্থিতি লক্ষ করা গেছে। চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের মাহাত্ম্যও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত বড় চলচ্চিত্র উৎসব ভারতের আর কোথাও হয় না। ভারতের মধ্যে যে কয়েকটি চলচ্চিত্র উৎসব হয়, তার মধ্যে সবার আগে কলকাতা চলচ্চিত্র উৎসব। ৫০টিরও বেশি দেশের চলচ্চিত্র এই উৎসবে দেখানো হবে। আমরা এই চলচ্চিত্রগুলোকে বলিউড, টলিউড, হলিউড—একসঙ্গে জুড়ে দিয়েছি।’
মমতা বলেন, ‘আমরা উৎসবের মাধ্যমে পাড়ায় পাড়ায় সিনেমাগুলোকে কোণে কোণে পৌঁছে দিতে চাই। এটা বাংলা ছাড়া আর কোথাও হয় না।’ মমতা আরো জানান, ‘অমিতাভ বচ্চন বলছিলেন আমাকে আর আমন্ত্রণ জানাবেন না। কিন্তু প্রতিবছর তাঁকে আমরা আমন্ত্রণ জানাব। কারণ অমিতাভ বচ্চন ছাড়া আমরা এত বড় অনুষ্ঠান আয়োজন করতে পারব না। তাই আপনাকে অবশ্যই আসতে হবে।’
মনোজ বসু, কলকাতা ; কলকাতার নেতাজি ইনডোর ষ্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হলো ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। এদিন প্রদীপ জ্বালিয়ে এই উতসবের আনুষ্ঠানিক সূচনা করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভ ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান, কমল হাসান, কজল দেবগন, চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট, সংগীত শিল্পী কুমার শানু, ব্রিটিশ পরিচালক মাইকেল উইনটারবটম, বাংলা চলচ্চিত্রের অভিনয় জগতের রঞ্জিত মল্লিক, সাবিত্রি চ্যার্টার্জি, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ, মিমি, ইন্দ্রানী হালদার সহ টালিউডের একঝাক শিল্পী ও কলাকুশলী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অনুষ্ঠানে উপস্থিত শাহরুখ এদিন বাংলা ভাষায় বলেন, এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ এই শহর কলকাতা। এবং অবশ্যই ভারতের সবচেয়ে মিষ্টি শহর এই কলকাতা। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই ধন্যবাদ।
অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, কলকাতা চলচ্চিত্র উতসবে এটা সম্ভবত আমার চতুর্থবার আসা। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে বারণ করেছিলাম, কিন্ত তার পরেও তিনি আমাকে অনুরোধ জানালেন, তাই আমিও না এসে থাকতে পারলাম না। এদিন অমিতাভ ভারতীয় ছবির সঙ্গে সঙ্গীতের সম্পৃক্ততা নিয়ে বলতে গিয়ে বলেন, যে কোন ছবিতে অপরিহার্য বিষয় হল সঙ্গীত। সেক্ষেত্রে ধর্ম, ভাষা, বর্ণ পেরিয়ে ভারতীয় ছবিতে সঙ্গীতের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিনেমায় রবীন্দ্র সঙ্গীতের মহাত্ম্যাও তুলে ধরেন তিনি।
অনুশঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় চলচ্চিত্র উতসব ভারতের আর কোথাও হয় না। ভারতের মধ্যে যে কয়েকটি চলচ্চিত্র উতসব হয় তার মধ্যে সবার প্রথমে কলকাতা চলচ্চিত্র উতসব। ৫০ টিরও বেশি দেশের ছবি এই চলচ্চিত্র উতসবে দেখানো হবে। আমরা এই সিনেমাগুলিকে বলিউড, টলিউড, হলিউড-একসাথে জুড়ে দিয়েছি। সব থেকে বেশি দর্শকের সামনে উদ্বোধীন সিনেমাটি দেখানো হবে। মমতা বলেন, আমরা পাড়ায় পাড়ায় সিনেমার মাধ্যমে সিনেমাগুলিকে কোণে কোণে পৌঁছে দিতে চাই। এটা বাংলা ছাড়া আর কোথাও হয় না। মমতা আরও জানান, অমিতাভ বচ্চন বলছিলেন আমাকে আর আমন্ত্রণ জানাবেন না। কিন্ত আমি প্রতিবছর তাঁকে আমরা আমন্ত্রণ জানাবো। কারণ অমিতাভ বচ্চন ছাড়া আমরা এত বড় অনুষ্ঠান আয়োজন করতে পারবো না। তাই আপনাকে অবশ্যই আসতে হবে।