ভারতে গরু বহনকারী সন্দেহে যুবককে হত্যা

ভারতের রাজস্থান রাজ্যে আলওয়ার জেলায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম উমর খান (৩২)। গত শুক্রবার রাতে রাজস্থান-হরিয়ানা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আজ রোববার এনডিটিভি জানায়, উমরের লাশটি উদ্ধার করেছে রামগড় পুলিশ স্টেশন। স্বজনরা বলছেন, গরু কিনে বাড়িতে ফেরার পথে গোরক্ষকরা হামলা চালিয়ে তাকে খুন করেছে।
পুলিশ জানিয়েছে, উমর খান ও তার দুই আত্মীয় গরু কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় তার হামলা শিকার হন। এতে তাহির খান (৪২) নামের একজন আহত হয়েছেন। তাকে হরিয়ানার জিরকা ফিরোজপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাভেদ খান নামের আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আলওয়ার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাহুল প্রকাশ বলেন, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এতে ছয়টি গরু ছিল। একটি মারা গেছে। বাকিগুলোর পা ও মুখ বাধা ছিল। ট্রাকটির চাকাও খুলে ফেলা হয়েছে।
পুলিশ বলছে, গরু বহনের সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র তারা এখনো খুঁজে পায়নি। কোনো মামলাও হয়নি।
গ্রামের লোকজন বলছে, ট্রাকের মালিক উমর, জাভেদ ও তাহির। স্থানীয়রা আজ জেলা পুলিশের সদর দপ্তরে গিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছে।
মেও পঞ্চায়েতের নেতা শেল মোহাম্মদ বলেন, ‘উমরকে গোরক্ষকরা হত্যা করেছে। মেও (মেওয়াত অঞ্চল ও এর আশপাশের বাসিন্দা) জনগোষ্ঠীর সদস্যরা প্রধানত কৃষি ও পশুপালনের কাজ করে।’
এর আগে চলতি বছর গত এপ্রিলে আলওয়ার এলাকায় গুর পাচারকারী সন্দেহে পেহলু খান নামের এক খামারিকে পিটিয়ে হত্যা করে গোরক্ষকরা।