মুম্বাইয়ে ২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে চুরি

ভারতের মুম্বাই শহরে ২৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে একটি ব্যাংক থেকে ৪০ লাখ রুপি সমমূল্যের জিনিসপত্র চুরি করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় শনি ও রোববারের মধ্যবর্তী সময়ে মুম্বাইয়ের জুনিনগর এলাকায় বরোদা ব্যাংকের একটি শাখায় এই চুরি হয়।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, সোমবার সপ্তাহের প্রথম দিন ব্যাংক খুলে চুরির বিষয়টি টের পান কর্মীরা। ব্যাংকটির লকারে ২২৫টি ভল্টের ৩০টি ভাঙা অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংকে চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ধারণা করা হচ্ছে, পাঁচ মাস ধরে এই চুরির পরিকল্পনা করা হচ্ছিল।
পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে দেখছি। ব্যাংক থেকে চুরি হওয়া জিনিসপত্রের মূল্য ৪০ লাখ রুপির মতো।’
এ বিষয়ে নাভি মুম্বাই এলাকার পুলিশ কর্মকর্তা হেমন্ত নাগরালে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।