হেঁটে হেঁটেই ভোট দিতে যাবেন ১২৬ বছরের এই নারী

ভারতের গুজরাট রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন অজিবেন সিদাবাই চন্দ্রবাদিয়া।
এত মানুষ থাকতে এই নারীর প্রস্তুতি সম্পর্কে কেন বলা হচ্ছে? কারণ সম্ভবত তিনিই পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী ভোটার। তাঁর বয়স ১২৬ বছর।
গুজরাটের রাজকোট জেলার বাসিন্দা অজিবেন সিদাবাই শারীরিকভাবে এখনো যথেষ্ট সুস্থ। হেঁটে হেঁটে ভোট কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
অজিবেন সিদাবাই চন্দ্রবাদিয়ার বয়স ১২৬ বছর হলেও এখনো সারা জীবনে কোনোদিন হাসপাতালমুখো হননি তিনি। এই বয়সেও শারীরিক কনো সমস্যা নেই তাঁর।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বিধানসভা নির্বাচনেও হেঁটে ভোটকেন্দ্রে ভোট দিতে যান অজিবেন সিদাবাই। সব মিলিয়ে তাঁর একান্নবর্তী পরিবারে সদস্য সংখ্যা ৬৫ জন। পরিবারের সবাই অজিবনকে নিয়েই মেতে থাকেন প্রায় সময়। দিনের বেশিরভাগ সময়ই হাসিঠাট্টা আর মজার মধ্য দিয়ে কেটে যায় তাঁর।
শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অজিবন জানান, প্রতিবারের মতো এবারও ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দেবেন তিনি।