নিহত জঙ্গির তালিকায় জীবিত কাবাবওয়ালার ছবি!

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বান্দিপোরা জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহতের খবর সাড়া ফেলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। অনেক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয় ওই সন্ত্রাসীদের ছবি।
স্থানীয় সময় রোববার চালানো অভিযানে নিহত সন্ত্রাসীদের ছবিগুলোর একটিকে নিজের বলে দাবি করেছেন আবদুল মজিদ নামের ভারতের এক কাবাবওয়ালা। দিব্যি জলজ্যান্ত ওই কাবাবওয়ালা জানান, ছবিটি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, কাবাবওয়ালা আবদুল মজিদ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের খাতি কা তালাব এলাকার বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে।
সংবাদমাধ্যমে তাঁর ছবি প্রকাশ হওয়াকে যড়যন্ত্রমূলক উল্লেখ করে বার্তা সংস্থা পিটিআইকে মজিদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দেখে আমি বিস্মিত হয়ে পড়ি। কেউ আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে নিহত জঙ্গি হিসেবে চালিয়ে দিয়েছে।’
জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিয়ে মজিদ বলেন, ‘আমি তো কোনো জঙ্গি নই। তবে কেন আমার ছবি তারা প্রকাশ করল? এটা রাজ্য সরকার ও গণমাধ্যমগুলোর গাফিলতির কারণেই হয়েছে।’
এ ঘটনায় পুলিশি তদন্ত দাবি করেছেন কাবাবওয়ালা মজিদ।
গত শনিবার চালানো অভিযানে সাত জঙ্গি নিহত হন। সে সময় বিমানবাহিনীর একজন কমান্ডোও নিহত হন। আহত হন এক সেনাসদস্য।
অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর শাখা রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের সদস্যরা। তাঁরা বান্দিপোরা জেলার হাজিন এলাকার চণ্ডীরগীর গ্রাম ঘিরে ওই অভিযান চালান।