কলকাতায় দুই বাংলাদেশিসহ তিন ‘জঙ্গি’ গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁরা হলেন রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ (২৫), সামশাদ মিয়া ওরফে তুষার বিশ্বাস (২৬) ও মনোতোষ দে (৩৬)। এঁদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বাংলাদেশে। তারা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানা গেছে।
আজ মঙ্গলবার কলকাতা স্টেশন থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে রাজ্যের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। তাঁদের কাছ থেকে আল কায়েদার বই, বিস্ফোরক তৈরির বই, পেনড্রাইভ, ল্যাপটপ ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
এসটিএফের উপকমিশনার (ডিসি) মুরলীধর শর্মা কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, পূজার সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সেন্ট্রাল আইবি) রাজ্য গোয়েন্দাদের খবরটি দিয়েছিল। তার পর থেকেই খোঁজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই তিনজনের ওপর নজরদারি চালানো হচ্ছিল। তার পরই সামশাদ, রিয়াজ ও মনোতোষকে গ্রেপ্তার করে পুলিশ। সামশাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার কাতাশোলা গ্রাম এবং রিয়াজের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তাঁরা। বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনটি কলকাতায় নাশকতার ছক করছিল।
এ ছাড়া মনোতোষ দে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতার বাসিন্দা।
এসটিএফের ডিসি মুরলীধর শর্মা জানিয়েছেন, আটক তিনজন অস্ত্র কিনতে কলকাতায় এসেছিলেন। বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁদের। দেড় বছর ধরে বাংলাদেশের দুই জঙ্গি পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ছিলেন। কলকাতায় কখনো কোনো হোটেলে তারা থাকেননি। রেলস্টেশনে, বাসস্টপে থাকতেন। সেই কারণে সহজে গোয়েন্দাদের নজরে পড়েননি তাঁরা। তাঁদের কাছ থেকে তিনটি অবৈধ আধার কার্ড এবং ভিজিটিং কার্ডও উদ্ধার করা হয়েছে। সেগুলি কোথা থেকে তাঁরা সংগ্রহ করেছিলেন তা জেরা করার পরই জানা যাবে বলে জানিয়েছেন মুরলীধর। আগামীকাল বুধবার তাঁদের আদালতে তোলা হবে।