জুনিয়রের মেয়েকে ধর্ষণ, ভারতীয় কর্নেল গ্রেপ্তার

ভারতের সিমলায় সেনানিবাসের ভেতরে কনিষ্ঠ এক কর্মকর্তার মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার ২১ বছর বয়সী এক তরুণী সেনাবাহিনীর ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, গত সোমবার সেনাবাহিনীর ওই কর্নেল সিমলার সেনানিবাসে তাঁর কনিষ্ঠ এক লেফটেন্যান্টের মেয়েকে ধর্ষণ করেন।
সংবাদ সংস্থা পিটিআইর প্রতিবেদন অনুযায়ী, সিমলার পুলিশ সুপার সৌম্য শ্যামসিভান ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তবে তিনি ওই কর্মকর্তার পরিচয় জানাতে রাজি হননি।
পুলিশ জানায়, ওই নারীর জবানবন্দি রেকর্ড করে তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানান, আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে আদালতে তোলা হতে পারে।