পেন্সিল দিয়ে চার বছরের সহপাঠীকে যৌন নির্যাতনের অভিযোগ

ভারতের দিল্লির দ্বারকা শহরের একটি স্কুলের চার বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে তার সহপাঠীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এ ঘটনায় ধর্ষণের একটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে শিশুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বর্তমানে পুলিশ আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে।
পুলিশের ভাষ্য, গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পর ওই মেয়ে তার বাবা-মাকে যৌন নির্যাতনের বিষয়টি জানায়। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
ওই মেয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্রের খবরে বলা হয়, স্কুলে তারই এক সহপাঠী ওই মেয়ের পরনের কাপড় খুলে পেন্সিল দিয়ে তাকে যৌন নির্যাতন করে। ওই ছেলে তার ওপর নির্যাতন অব্যাহত রাখে, কারণ সে সময় আশপাশে কেউ ছিল না।
এ ঘটনার পর কোনো ধরনের সহায়তা না করায় স্কুলের প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষের প্রতি অবহেলার অভিযোগ তুলেছে ওই মেয়ের পরিবার। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ওই ছেলের পরিচয়ও গোপন করেছে।
চিকিৎসকের কাছ থেকে যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ওই মেয়ের পরিবার পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ এ ঘটনায় মামলা নিলেও বেশ সতর্কতার সঙ্গে সামনে এগোনোর চেষ্টা করছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লি পুলিশের প্রধান মুখপাত্র দিপেন্দ্র পাঠক বলেন, ভারতের দণ্ডবিধি অনুযায়ী সাত বছরের কম বয়সী শিশুদের রক্ষা করে থাকে প্রসিকিউশন। তাঁরা বিষয়টিকে সংবেদনশীলতার দিক থেকে বিবেচনা করেই সামলানোর চেষ্টা করছেন।