ভারতে তিন মাদ্রাসাশিক্ষকের উপর হামলা

ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসার তিন শিক্ষকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ওই তিন শিক্ষককে মারধর করে।
গতকাল বুধবার রাতে উত্তর প্রদেশের বাগপতে চলন্ত ট্রেনে এ হামলা ঘটে।
আহত শিক্ষকদের নাম গুলজার, ইশার ও আবরার। বাগপতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই শিক্ষকরা।
ওই তিন শিক্ষকের অভিযোগ, দিল্লি থেকে যাত্রীবাহী ট্রেনে চেপে বাগপতে নিজেদের গ্রামে ফিরছিলেন তাঁরা। ওই সময় ট্রেনের মধ্যে কয়েকজন যুবকের সঙ্গে তর্ক হয় তাঁদের। তারপরেই ওই যুবকরা তাঁদের মারধর করে।
বাগপতের পুলিশ সুপার জয়প্রকাশ সিংহ জানান, ঘটনার পরেই মাদ্রাসার ওই তিন শিক্ষক আমহাইদা স্টেশনে ট্রেন থেকে নেমে যান। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে বাগগত কোতোয়ালি থানায় ৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।
জানা যায়, উত্তরপ্রদেশের বাগপত জেলায় আহেদা স্টেশনে ঢোকার সময় এই ঘটনা ঘটে। ওই স্টেশনে নামার কথা ছিল মাদ্রাসার ওই তিন শিক্ষকের। কিন্ত ট্রেন থেকে নামার আগেই তাঁদের ধারালো অস্ত্র, লোহার রড এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। তারপরে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়।
উত্তর রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা নীতিন চৌধুরী বলেছেন, ‘পুলিশ অভিযোগ নিয়েছে। তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের ছাড়া হবে না।’