শরীরে সাপ পড়ার পর যা করলেন সানি লিওন

শুটিংয়ের সেটে একআধটু দুষ্টুমি তো হয়ই। কিন্তু তাই বলে শরীরের ওপর সাপ ছেড়ে দেওয়া! হ্যাঁ, বলিউড সেনসেশন ও সাবেক পর্নোতারকা সানি লিওনের সঙ্গে এমনটাই করেছেন তাঁর সহকর্মীরা। অবশ্য তাঁর জবাবও বেশ কড়ায়-গণ্ডায় দিয়েছেন সানি।
সম্প্রতি সানি লিওন ছবি শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, একান্ত মনে চেয়ারে বসে ছবির স্ক্রিপ্ট পড়ছিলেন তিনি। হঠাৎ পেছন থেকে এক সহকর্মী এসে তাঁর শরীরের ওপর একটি সাপ ছেড়ে দেন। আদতে সেটি ছিল নকল।
সাপ দেখে সানি যখন ধড়মড়িয়ে উঠেছেন, তখন উধাও হয়ে যান ওই সহকর্মী। ধন্ধ কাটার পর সানিও দৌড় শুরু করেন তাঁর পিছু পিছু।
তবে ঘটনা এখানেই শেষ নয়। সহকর্মীর অনাকাঙ্ক্ষিত এই মজার কড়ায়-গণ্ডায় জবাব দেন সানি লিওন। সেই ভিডিওটিও প্রকাশ হয় ইনস্টাগ্রামে। ভিডিওটিতে দেখা যায়, সানির শরীরে সাপ ছেড়ে দেওয়া সেই সহকর্মী চেয়ারে বসে কাজ করছেন। তখন সানি দুটি কেক হাতে নিয়ে পা টিপে টিপে গেলেন তাঁর পেছনে। আর মুখের দুপাশে মাখিয়ে দিলেন কেক দুটি। তারপর? এক ছুটে ঘটনাস্থল পার।
My revenge!!! Hahahahahaha @yofrankay this is what you get when you mess with me!! pic.twitter.com/umUxEiVhPF
— Sunny Leone (@SunnyLeone) November 26, 2017