ভালোবাসার কারণে বাবা-ভাই-চাচার হাতে ‘ধর্ষণের’ শিকার

‘অপরাধ’ ছিল ভালোবাসা। তাই বাবা ও আপন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের ‘ধর্ষণের’ শিকার হতে হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ জেলার ধানেদা গ্রামের এক নারীকে।
স্থানীয় সময় মঙ্গলবার এলাহাবাদ পুলিশের দায়ের করা এক মামলার নথি থেকে উঠে এসেছে এমন তথ্য।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, কয়েক মাস আগে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় ওই নারী। এতে চটে যায় তাঁর পরিবারের সদস্যরা। খেসারত হিসেবে বাবা, ভাই ও দুই চাচা মিলে ধর্ষণ করে তাঁকে।
পুলিশ আরো জানায়, ওই নারীকে ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি তাঁর পরিবারের চার সদস্য। বাড়িতে আটকে রেখে হুমকিও দেওয়া হয় তাঁকে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা কুশল পাল সিং জানান, ওই নারী এলাহাবাদ হাইকোর্টে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছেন। সেখানে অভিযোগের কথা তুলে ধরেন তিনি।
কুশল পাল আরো জানান, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।