জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর অভিযানে ৫ ‘জঙ্গি’ নিহত

ভারতের জম্মু-কাশ্মীরের বদগাম ও বারামুল্লায় আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর অভিযানের সময় পাঁচ ‘জঙ্গি’ নিহত হয়েছেন। এর মধ্য বদগামের ফুটলিপোরা গ্রামে চারজন জৈশ আল ইসলাম ও বারামুল্লার সোপোরে লস্কর-ই-তৈয়বার এক সদস্য নিহত হন।
জানা গেছে, বদগামের ফুটলিপোরার পাথরেচোরা চকে অভিযান শুরু করে ভারতীয় সেনার ১০ নম্বর গারোয়াল বাহিনী, সিআরপিএফ, এসওজি এবং জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশ। গ্রাম খালি করে শুরু হয় চিরুনি তল্লাশি। সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ‘জঙ্গিরা’। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। সেই সংঘর্ষে মারা যায় চার ‘জঙ্গি’। তবে সংঘর্ষ চলার সময় গ্রামবাসী সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী টিয়ার গ্যাস, ছররা গুলি ও ফাঁকা গুলি চালায়। এ সময় আহত হন আটজন বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বদগামে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট।
অন্যদিকে, বারামুল্লার সোপেরেও বৃহস্পতিবার সকালে অভিযান চালায় ভারতীয় সেনা। সেখানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তৈয়বার একজন সদস্য নিহত হয়েছেন বলে জানা যায়।