বক্সিংয়ে পদকজয়ীদের গরু উপহার!

ভারতের ‘বিশ্ব যুবনারী বক্সিংয়ে’ স্বর্ণ ও ব্রোঞ্জ পদকজয়ী ছয় খেলোয়াড়কে একটি করে দেশি গরু উপহার দেবে ভারতের হরিয়ানা রাজ্য সরকার। বৃহস্পতিবার বিজেপিদলীয় হরিয়ানা রাজ্যের কৃষিমন্ত্রী ওমপ্রকাশ ধনকার এমন ঘোষণা দেন।
যদিও হরিয়ানা রাজ্যে এর আগে পদকজয়ী খেলোয়াড়দের অর্থ পুরস্কার, দামি গাড়ি, সরকারি চাকরি দেওয়া হয়।
রাজ্যের রোহতকে সাইয়ের বক্সিং একাডেমিতে বক্সারদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বিশ্ব যুবনারী বক্সিংয়ে হরিয়ানা রাজ্য চারজন স্বর্ণপদক জয়ী এবং দুজন ব্রোঞ্জপদক জয়ী রয়েছেন। এঁদের প্রত্যেককে একটি করে দেশি গরু উপহার দেওয়া হবে। এসব গরুর দুধ খেয়ে খেলোয়াড়রা যাতে আরো শক্তিশালী হয়ে উঠতে পারেন, সেই চিন্তা মাথায় রেখেই গরু উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় ওমপ্রকাশ ধনকার আরো বলেন, গরুর দুধে কম চর্বি থাকে। দুধ বক্সারদের জন্য বাড়তি শক্তি জোগাবে। উপহারের গরুগুলো প্রতিদিন ১০ লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম বলে জানা গেছে।
গত ১৯ থেকে ২৬ নভেম্বর ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে এই বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।