ভারতে ছাত্রীর সঙ্গে ‘বিকৃত’ শারীরিক সম্পর্ক, শিক্ষক গ্রেপ্তার

শিশু ছাত্রীর ‘বিকৃত’ শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কদেরমা জেলা থেকে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ওই শিক্ষকের নাম এলিয়াস জেভিয়ার। তিনি কদেরমা জেলার তিলাইয়া পাবলিক স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। জেভিয়ারের বাড়ি কলকাতার ঝিল গার্ডেন এলাকায়।
এ বিষয়ে অনিল শঙ্কর নামের পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাত বছর বয়সী ওই শিশুকে বেশ কয়েকবার বিকৃত শারীরিক সম্পর্কে বাধ্য করেন। বিষয়টি তিনি স্বীকারও করেছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত ২৯ নভেম্বর সর্বশেষ ওই শিক্ষকের হয়রানির শিকার হয় শিশুটি। বিষয়টি সে মা-বাবাকে জানায়। এর পরপরই তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
পুলিশের কাছে অভিযোগে ওই শিশুর মা-বাবা বলেন, স্কুলের প্রধান শিক্ষক তাঁদের মেয়েকে শৌচাগারে নিয়ে যান। সেখানে নিজে পোশাক খোলার পর শিশুটিকেও পোশাক খুলতে বাধ্য করেন তিনি। এ সময় সে কান্নাকাটি করলে হুমকি দেন ওই শিক্ষক। এই কাজ তিনি আগেও অনেক বার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নিজেই ঘটনার বর্ণনা দিয়েছে। এটাই ওই শিক্ষকের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে কাজ করবে।