হাজতির চামচের আঘাতে হাসপাতালে নিরাপত্তারক্ষী

ভারতের কলকাতার আলীপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালিয়েছে এক হাজতি। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
মসিউদ্দিন মিয়া ওরফে মুসা (২৫) নামের ওই হাজতির হামলায় মারাত্মক আহত হয়েছেন নিরাপত্তারক্ষী গোবিন্দ চন্দ্র দে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আলীপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কোনো একটি কারণে মুসার সঙ্গে কর্তব্যরত নিরাপত্তারক্ষী গোবিন্দ চন্দ্রের কিছু বিষয় নিয়ে বচসা হয়। এর পরই মুসা চামচ দিয়ে নিরাপত্তারক্ষী গোবিন্দকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন গোবিন্দ। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীকে বাঁচাতে ছুটে আসেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। এরপর নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন আলীপুর কেন্দ্রীয় কারাগারের জেলসুপার ও আইজি (কারা)। এ ঘটনার পর মুসাকে অন্য সেলে দেওয়া হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ জানায়, মুসা এই ধরনের আক্রমণের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। কারণ, যে চামচ দিয়ে তিনি নিরাপত্তারক্ষীকে আঘাত করেন, সেটি ঘষে ঘষে আগে থেকেই ধার করে রেখেছিলেন। এই ঘটনার পরই মুসার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এই হামলা চালানোর কারণ জানার চেষ্টা করছে কারাগার কর্তৃপক্ষ।
২০১৬ সালের ৪ জুলাই পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনের একটি ট্রেন থেকে মুসাকে আটক করে সিআইডি। পরে তাঁকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) নিজেদের হেফাজতে নিয়ে খাগড়াগড় কাণ্ড সম্পর্কে অনেক তথ্য বের করে। মুসার সঙ্গে জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে এনআইএ।