‘দৈত্যাকার’ সাপে কলেজজুড়ে আতঙ্ক, শেষমেশ…

আর দশ দিনের মতোই কলেজে চলছিল পড়াশোনা। ক্যাম্পাসে গল্প-আড্ডায় মেতে ছিল শিক্ষার্থীরা। এর মধ্যেই হাজির পুরো ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। দৈত্যাকার সাপটি দেখে কলেজজুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ শহরের শ্যামা প্রসাদ মুখার্জি সরকারি ডিগ্রি কলেজে ঘটেছে এমন ঘটনাই।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কলেজ ক্যাম্পাসে বেশিক্ষণ স্বাধীনভাবে টিকতে পারেনি অজগরটি। কিছুক্ষণের মধ্যেই সেটিকে আটক করেন এনবি সিং নামের ওই কলেজেরই এক শিক্ষক। দক্ষ হাতে সাপটিকে বন্দি করে কলেজে স্বস্তি ফিরিয়ে আনেন তিনি। পরে অজগরটি স্থানীয় বন বিভাগকে হস্তান্তর করা হয়।
কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এনবি সিং জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান। সাপটির ওজন ৪০ কেজি। সেটি বেশ হিংস্র এবং বন্দি করতে বেশ বেগ পেতে হয়েছে।
তবে অধ্যাপক সিংয়ের কাছে এমন ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও কমপক্ষে ডজনখানেক সাপকে বশে এনেছেন তিনি। তিনি বলেন, তিনি অজগরটি ধরেছেন যেন সেটিকে নিরাপদে পুনর্বাসন করা যায় এবং মানুষকে জানানো যে, আগ বাড়িয়ে বিরক্ত না করলে অজগর মোটেও বিপজ্জনক নয়।