গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচন শুরু

শুরু হয়েছে ভারতের গুজরাট রাজ্যের বিধানসভার নির্বাচন। প্রথম দফার এ নির্বাচনে ১৯ জেলার ৮৯টি আসনে লড়াইয়ে নেমেছেন প্রার্থীরা।
স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়।
দক্ষিণ গুজরাট, কচ্ছ এবং সৌরাষ্ট্রের কেন্দ্রগুলোতে চলছে আজকের নির্বাচন। ৮৯টি আসনের জন্য লড়ছেন ৯৭৭ জন প্রার্থী। পাশাপাশি সুরাটের ১২টি আসনেও ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। ভোটকেন্দ্রগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।
প্রথম পর্যায়ের এই নির্বাচনে ৮৯টি আসনের মধ্যে ৫৩টি রয়েছে গুজরাটের গ্রামীণ এলাকায়। বাকি ৩৬টি আসন শহরাঞ্চলে। প্রথম দফার ভোটে মোট ভোটার সংখ্যা দুই কোটি ১২ লাখ ৩১ হাজার। মোট ২৭ হাজার ১৫৮ টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ।
দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে আগামী ১৪ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
শনিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ করেছেন।
২০১২ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে কেন্দ্রগুলোতে বিজেপি ৬৭টি ও কংগ্রেস ১৬টি আসন পায়। নির্দলীয় প্রার্থীরা দখলে নেয় ছয়টি আসন।