শিক্ষক বটে!

অষ্টম শ্রেণির আট ছাত্রীকে ৩০০ বার কানে ধরে উঠবস করালেন শিক্ষক। ছাত্রীদের অপরাধ, তারা পড়ে আসেনি! ছাত্রীদের একজন অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন!
ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলাপুরের কানুর বুদরিক গ্রামে সম্প্রতি ওই ঘটনা ঘটে। স্কুলটির নাম শ্রী ভবশ্বরী সন্দেশ বিদ্যালয়।
জানা যায়, কানে ধরে উঠবস করা ছাত্রীদের মধ্যে একজন আগে থেকেই অসুস্থ ছিল। তার ওপর ৩০০ বার উঠবস করানোয় মেয়েটি আরো অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যে শিক্ষক ওই আদেশ দেন, তাঁর নাম অশ্বিনী অশোক দেবান। এই ঘটনা জানাজানির পরেই অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ক্লাসের পড়া না করে আসার জন্য শিক্ষক ওই ক্লাসের আট ছাত্রীকে শাস্তি দেন। ওই নির্দেশ মেনে স্কুলের মধ্যে উঠবস করার পর অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি।
এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক অশ্বিনী অশোক দেবানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রছাত্রীদের বিনা বাধায় শিক্ষার অত্যাবশ্যকীয় অধিকার আইন লঙ্ঘন করেছেন অভিযুক্ত শিক্ষক।