গুজরাট, হিমাচলে জয় পাচ্ছে বিজেপি

ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রকাশ হতে শুরু করেছে বুথফেরত সমীক্ষা। প্রতিটি বুথফেরত সমীক্ষায় গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলে এগিয়ে আছে বিজেপি। গুজরাটে বিজেপি দীর্ঘদিন ধরে শাসন করলেও এবার হিমাচলে ক্ষমতায় আসতে হলে হারাতে হবে কংগ্রেসকে।
১৮ ডিসেম্বর দুই রাজ্যের বিধানসভার ফল প্রকাশ হবে। তার আগে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বুথফেরত সমীক্ষার যে ফল উঠে এসেছে, সেখানে বিজেপির জয়ের ধারা অব্যাহত।
গুজরাট বিধানসভায় মোট আসন সংখ্যা ১৮২। টাইমস নাও-ভিএমআর-জনমত সমীক্ষায় বিজেপি পেতে চলেছে ১০৯টি আসন। কংগ্রেস পেতে চলেছে ৭০টি আসন এবং অন্যরা পেতে চলেছে তিনটি আসন।
রিপাবলিক-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১০৮টি আসন, কংগ্রেস পেতে পারে ৭৫ থেকে ৮০টি আসন। এবিপি-সিডিএস-এর সমীক্ষায় বিজেপি পেতে পারে ৯১ থেকে ৯৯টি আসন। কংগ্রেস পেতে পারে ৭৮ থেকে ৮৬টি আসন।
অন্যদিকে, হিমাচল প্রদেশের বিধানসভায় মোট আসন ৬৮টি।
টাইমস নাও-ভিএমআর ভোটার সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ৪১টি আসন। কংগ্রেস ২৫টি এবং অন্যরা দুটি আসন।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি পেতে পারে ৪৭ থেকে ৫৫টি আসন। কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ২০টি আসন। অন্যরা পেতে পেরে শূন্য থেকে দুটি আসন।
নিউজ-২৪-এর সমীক্ষায় বিজেপি পেতে পারে ৫৫টি আসন। কংগ্রেস পেতে পারে ১৩টি আসন।