যৌনপল্লীতে প্রবেশ করতে লাগবে পরিচয়পত্র!

ভারতে যৌনপল্লীতে ঢুকতে গেলেও দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র। ভারতে যাকে বলা হয় আধার কার্ড। এমনটাই নিয়ম করেছে গোয়া সরকার। কেবল মোবাইল সংযোগ বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেই পরিচয়পত্র আবশ্যিক নয়, এখন থেকে যৌনপল্লীতে যারা যাবে, তাদেরও সঙ্গে করে তা নিয়ে যেতে হবে!
জানা যায়, সম্প্রতি দিল্লি থেকে পাঁচজন যুবকের একটি দল গোয়ায় ‘ব্যাচেলর পার্টি’ করতে যায়। সেখানে যুবকরা হোটেলে পাঁচজন কলগার্লের জন্য স্থানীয় এক দালালকে ফোন করে। দালাল বুঝতে পারে ফোন নম্বরটি দিল্লির বাসিন্দার। তিনি পাল্টা ফোন করে ওই যুবকদের জানান, প্রত্যেকে হোয়াটস অ্যাপে নিজেদের পরিচয়পত্রের ছবি এবং হোটেলের রুমের ছবি পাঠাতে হবে। হোটেলের রুমে এই ঝামেলা বুঝতে পেরে যুবকরা যৌনপল্লীতে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তাদের জানিয়ে দেওয়া হয়, পরিচয়পত্র ছাড়া যৌনপল্লীতে ঢুকলে মিলবে না কোনো সেবা!
গোয়া পুলিশের দাবি, এই নিয়ম কার্যকর করা হয়েছে রাজ্যটির নিরাপত্তা স্বার্থেই। কারণ সমুদ্র তীরবর্তী ওই ছোট্ট রাজ্যে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে।
কে কী উদ্দেশ্য নিয়ে গোয়ায় আসছে তা বুঝে ওঠা সম্ভব নয়। সেই কারণে হোটেলের মতো যৌনপল্লীতেও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে, যাতে দুর্বৃত্তদের সহজেই চিহ্নিত করা যায়। কারণ অনেকেই কুকর্ম করার পর যৌনপল্লীতে গিয়ে লুকিয়ে থাকে।