শীতে কাঁপছেন ভগবান রাম, চাই লেপ-কম্বল-হিটার

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় এখন হাড় কাঁপানো শীত। ঠান্ডায় জবুথবু চারদিক। প্রচণ্ড ঠান্ডায় নাকি কাঁপছেন ভগবান শ্রী রামচন্দ্রও। তাই তাঁর জন্য প্রয়োজন গরম পোশাক, লেপ, কম্বল ও রুম হিটার।
অযোধ্য প্রশাসন ও সাধারণ মানুষের কাছে এমনটাই দাবি জানিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা জানান, অযোধ্যার প্রচণ্ড ঠান্ডায় কাঁপছেন ভগবান রাম। আবহাওয়ার সঙ্গে লড়াইয়ের জন্য সাধারণ মানুষ যেন রামকে শীতবস্ত্র দান করেন।
শরদ আরো বলেন, ভগবান রাম হলেন সব হিন্দুদের কাছে অন্যতম আরাধ্য দেবতা। তাই সারা দুনিয়ার রামভক্ত প্রত্যেক হিন্দুর উচিত, তাদের আরাধ্য দেবতাকে দেখাশোনা করা।
প্রবল ঠান্ডার হাত থেকে রামকে রক্ষা করতে এবং অবিলম্বে গরম পোশাক জোগাড় করতে বিশ্ব হিন্দু পরিষদে সদস্যরা উত্তরপ্রদেশের ফৈজাবাদের ডিভিশনাল কমিশনের সঙ্গে দেখা করবে বলেও জানান শরদ।