প্রকাশ্যে কেন এই নারীকে সাবেক সহকর্মী পুড়িয়ে মারলেন?

সম্পর্ক এড়িয়ে যাওয়ার অভিযোগে প্রেমিকাকে প্রকাশ্য রাস্তায় জীবন্ত জ্বালিয়ে দিয়েছেন তাঁর এক সাবেক প্রেমিক। এ ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হায়দরাবাদ রাজ্যে এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী মারা গেছেন।
নিহত তরুণীর নাম সন্ধ্যা রানী (২২)। তিনি হায়দরাবাদের সেকেন্দারবাদে একটি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।
কার্তিক নামের সাবেক ওই প্রেমিক তরুণীর সহকর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুই বছর আগে কার্তিক ও সন্ধ্যা একই অফিসে কাজ করতেন। পরে কার্তিক অন্য জায়গায় চলে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা রানী। সে সময় তাঁর সাবেক প্রেমিক কার্তিক মোটরসাইকেল নিয়ে এসে ওই তরুণীর সামনে দাঁড়ান। এ সময় তাঁদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কার্তিক বাইকের পেছনে রাখা একটি জার থেকে কেরোসিন ঢেলে দেন সন্ধ্যার গায়ে। তারপর দেশলাই জ্বেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন কার্তিকের মোটরসাইকেলের নম্বর দেখে তাঁকে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন সন্ধ্যা রানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সন্ধ্যা রানী মারা যান।
পুলিশের ভাষ্য, দুই বছর আগে একই প্রতিষ্ঠানে কাজ করার সময় কার্তিক ও সন্ধ্যার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এক বছর ধরে কার্তিক বেকার ছিলেন। সে অবস্থায় সন্ধ্যাকে চাকরি ছেড়ে দিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন কার্তিক। কিন্তু সন্ধ্যা তাতে অস্বীকৃতি জানান। সেই আক্রোশ থেকেই কার্তিক এ ঘটনা ঘটিয়েছেন।