দুর্ঘটনার কবলে ঢাকা-কলকাতার বাস, আহত ২০

কলকাতা থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে রয়্যাল কোচ। এ ঘটনায় কোচটির চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর হাটখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চার যাত্রীকে ঘটনাস্থল থেকেই অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় রয়্যাল কোচটি। পথে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশের অনেকখানি পুরোপুরি ভেঙেচুরে যায়। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে নয়জন গুরুতর আহত হন। আহতদের বেশির ভাগেরই মাথায় চোট লেগেছে।
সামান্য আহত হওয়ায় চার বাংলাদেশি যাত্রীকে ঘটনাস্থল থেকেই অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের উদ্দেশে পাঠিয়ে দেয় পুলিশ। বাকি পাঁচজনকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কোচের চালক ছাড়াও তিন বাংলাদেশি রয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল জানান, আহত পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের সিটি স্ক্যানসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ ছাড়া কমবেশি আহত হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বারাসাতের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (এসডিপিও) দুর্বার ব্যানার্জি জানান, দুর্ঘটনায় কেউ নিহত হননি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি আটক করেছে।