টর্চের আলোয় ৩২ রোগীর অস্ত্রোপচার

অস্ত্রপচারের সময় হাসপাতালে নেই বিদ্যুৎ। তবে একটুও ঘাবড়ালেন না চিকিৎসকরা। টর্চের আলোতেই একে একে করলেন ৩২ রোগীর অস্ত্রোপচার। তাও যে সে অস্ত্রোপচার নয়, রীতিমতো চোখের ছানির মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার।
স্থানীয় সময় সোমবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নবাবগঞ্জ জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এ ঘটনা।
জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটিতে বিদ্যুৎ না থাকায় টর্চের আলোতেই ৩২ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। পরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করে উত্তরপ্রদেশ সরকার।
ওই স্বাস্থ্যকেন্দ্রে চোখের ছানি অস্ত্রোপচার করা রোগীদের পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর রোগীদের জন্য কোনো বিছানার ব্যবস্থা করা হয়নি। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই তাঁদের হাসপাতালের মেঝেতে শুতে বাধ্য করা হয়।
নবাবগঞ্জ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।