ভারতের তিন শহরে হামলার হুমকি দিল আল-কায়েদা!

ভারতের কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরু শহরে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা।
আল-কায়দার ভারতীয় উপমহাদেশের সেকেন্ড ইন কমান্ড ওসামা মাহমুদ এক ভিডিও-বার্তায় এ হুমকি দিয়েছেন।
ভিডিও-বার্তায় ওসামা মাহমুদ বলেন, ভারতীয় সেনা ও হিন্দু সরকারের শান্তিপূর্ণ জগৎকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে। কাশ্মীরকে ধরে রাখার জন্য ভারত এর মধ্যেই ছয় লাখ সেনা ব্যবহার করেছে। যদি কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হয়, তাহলে ভারত চেতনা ফিরে পাবে। কাশ্মীরের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেবে।
কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ বলেন, যেভাবে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে তোলা হয়েছে, সেভাবেই ভারতীয় সেনা ও হিন্দু সরকার পরিচালিত ভারতকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে।
আল-কায়েদার এই হুমকির পরিপ্রেক্ষিতে জনসচেতনতা বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা।