মুম্বাইয়ে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪

ভারতের মুম্বাই শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকেই আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে কামালা মিলস রেস্টুরেন্ট ও শপিং কমপাউন্ড এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। এলাকাটিতে বেশ কয়েকটি অভিজাত রেস্তোরাঁ, বার, অফিস ও আবাসিক ভবন রয়েছে।
মুম্বাইয়ের স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, আগুনের সূত্রপাত হওয়ার ৩০ মিনিটের মধ্যেই ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের ছাদে নির্মিত একটি রেস্তোরাঁ থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুম্বাই শহরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিবিসিকে জানায়, এখনো পর্যন্ত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই ভবনে গিয়েছিলেন।
এদিকে বৃহস্পতিবার রাতে লাগা আগুনে ২৮ বছরের এক তরুণীও নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জন্মদিন পালন করতে তিনি ওই ভবনে গিয়েছিলেন।