কলকাতাগামী বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ থেকে কলকাতাগামী ‘দেশ ট্রাভেলসের’ একটি বাসের ধাক্কায় প্রাণ গেলো ভারতের দুই মোটরসাইকেল আরোহীর। এই দুর্ঘটনার জেরে বাসের চালককে আটক করেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ।
দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ গাইঘাটা থানার গোপালনগর এলাকায়।
নিহতরা হলেন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার পায়রাগাছির বাসিন্দা দেবাশীষ গাইন (৩২) এবং তাপস দাস (২৯)।
গাইঘাটা থানার পুলিশ আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় জানান, এদিন রাতে গোপালনগরের কাছে একটি বাইপাস রাস্তা থেকে মোটরসাইকেলে করে ওই দুই ব্যক্তি যশোর রোডে উঠছিলেন। সেই সময় পেট্রাপোল থেকে আসা বাংলাদেশের বাসটি মোটরসাইকেলটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ গাইন। গুরুতর আহত হন অপর আরোহী তাপস দাস।
স্থানীয় লোকজন তাপসকে প্রথমে হাবড়া হাসপাতাল ও পরে কলকাতার আর জি কর হাসপাতালের নিয়ে যান। কিন্তু রাস্তার মধ্যেই মারা যান তাপস।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরেই বাসটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। কিন্ত স্থানীয় লোকজন ও পুলিশ বাসটিকে ধাওয়া করে গাইঘাটার ধরমপুরের কাছে আটক করে।