ক্লাসেই শুয়ে পড়লেন শিক্ষক, তারপর শরীর ম্যাসাজ

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঝড় তুলেছে ভারতে। ভিডিওটি করা হয় ভারতের মধ্য প্রদেশ রাজ্যের একটি স্কুলে। সেখানে ধরা পড়েছে এক শিক্ষকের আজব কাণ্ডের চিত্র।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজ্যের সাগর জেলায় দামোহ এলাকায় ওই স্কুলের শ্রেণিকক্ষের মেঝেতে শুয়ে আছেন একজন শিক্ষক। তাঁর পিঠের ওপর উঠে শরীর ম্যাসাজ করে দিচ্ছে এক ছাত্র।
ভিডিওটি নজরে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভিডিও তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষাবিষয়ক মন্ত্রী দীপক যোশি। জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর সত্যতা মিললে ওই শিক্ষককে বরখাস্ত করা হবে বলে জানান মন্ত্রী।
তবে নিজের পক্ষে সাফাই গেয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। তিনি বলেন, ক্লাসেই শরীরে ব্যথা শুরু হয়। তাই ছাত্রদের দিয়ে শরীর ম্যাসাজ করান তিনি। অবশ্য ভিন্ন কথা বলছে স্কুলের শিক্ষার্থীরা। তারা জানায়, ওই শিক্ষক সুযোগ পেলেই এমনটি করেন তাদের সঙ্গে।