গান বন্ধ করতে বলায় ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যা

ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচি জেলায় উচ্চ স্বরে গান বন্ধ করতে বলায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে জেলার মান্দার শহরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওয়াসিম আনসারি (১৯)। তিনি মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে শ্রমিকের কাজ করতেন। তবে সম্প্রতি মান্দার এলাকায় নিজ বাড়িতে ফিরেছিলেন তিনি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, জোরে গান-বাজনা ছেড়ে নববর্ষ পালন করছিল মান্দার শহরের একদল যুবক। সে সময় ওয়াসিম ও তাঁর দুই বন্ধু ঘটনাস্থলে গিয়ে গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওয়াসিমের ওপর হামলা চালানো হয়। ধারালো কিছুর আঘাতে ওয়াসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাসিবুল আনসারি নামের এক স্থানীয় বাসিন্দা জানান, একদল যুবক একটি মুসলিম কবরস্থানের কাছে জোরে গান বাজাচ্ছিল। ওয়াসিম বাধা দিতে গেলে তাঁকে খুন করা হয়। তাঁর দুই বন্ধু ভাগ্যবান যে তাঁরা পালাতে পেরেছেন। না হলে তাঁদেরও মেরে ফেলা হতো।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে তাঁদের বাড়িতে ফেরায় পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, ভারতে সাম্প্রদায়িক সংঘাতের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এতে শঙ্কায় রয়েছে দেশটির সংখ্যালঘু জনতা। এমনকি চলমান সংঘাতের কারণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে।