টাক পড়ছে, তাই…

শত চেষ্টা করেও টাক পড়া থামাতে না পেরে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে এক সফটওয়্যার প্রকৌশলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সময় গত সোমবার জেলার মাদুরি এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম আর মিঠুন রাজ (২৭)।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মিঠুনের চর্মরোগ ছিল। এ কারণে তাঁর মাথার চুল পড়ে যাচ্ছিল। চুল পড়া বন্ধের জন্য তিনি নানা ওষুধ নিয়েছিলেন। তবে কিছুতেই কাজ হয়নি।
মিঠুনের মা বেনারসির বরাত দিয়ে পুলিশ জানায়, গলায় ফাঁস দিয়ে বাসার সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছে মিঠুন। তিনি তাঁর চুল পড়া নিয়ে খুব হতাশ ছিলেন। আত্মহত্যার আগের দিন তিনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন। এমনকি মায়ের কাছে এ বিষয়ে কথাও বলেছিলেন তিনি।
পরে মা মন্দিরে পূজা দিতে গেলে গলায় ফাঁস দেন মিঠুন। বাসায় ফিরে তিনি ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। মিঠুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
এ ঘটনার পর নিহতের মা একটি মামলা দায়ের করেছেন।