জেলে লালুপ্রসাদকে কেন তবলা বাজাতে বললেন বিচারক?

ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবকে শীতের হাত থেকে বাঁচতে জেলের মধ্যে তবলা বাজানোর পরামর্শ দিলেন বিচারক।
পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সব্যস্ত হয়ে বিহারের রাঁচি জেলে বন্দি রয়েছেন লালুপ্রসাদ যাদব। আজ শুক্রবার তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে।
এদিকে, জেলের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডায় বেজায় সমস্যায় পড়েছেন লালুপ্রসাদ। গতকাল বৃহস্পতিবার সাজা ঘোষণার জন্য রাঁচির বিশেষ সিবিআই আদালতে লালুপ্রসাদকে হাজির করানো হয়।
তখন আদালতে দাঁড়িয়ে লালুপ্রসাদ বিচারকের কাছে বলেন, ‘স্যার, জেল মে ঠান্ডা বহুত লাগতি হ্যায় (জেলে প্রচুর ঠান্ডা লাগছে)।’ লালুর এই কথায় হাসির রোল ওঠে আদালতের এজলাসে।
এরপরেই বিচারক লালুপ্রসাদকে বলেন, জেলের মধ্যে যদি ঠান্ডা লাগে, তাহলে আপনি হারমোনিয়াম বা তবলা বাজাতে পারেন। তাহলে আর শীত করবে না।