বহিষ্কার করায় অধ্যক্ষকে গুলি করে হত্যা করল ছাত্র!

ভারতের হরিয়ানা রাজ্যের কলেজের অধ্যক্ষকে তার এক ছাত্র গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে যমুনানগর জেলার স্বামী বিবেকানন্দ স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে। সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছিল ওই ছাত্রকে।
জানা গেছে, স্কুলের অধ্যক্ষকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ওই কলেজের কর্মীরাই ছাত্রটিকে ধরে ফেলেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ ছাত্রকে গ্রেপ্তার করে।
যমুনানগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেশ রাজ জানিয়েছেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের অধ্যক্ষ রিতু ছাবরা নিজের কক্ষেই ছিলেন। ছাত্র অধ্যক্ষর ঘরে ঢুকে পয়েন্ট ৩২ বোরের আগ্নেয়াস্ত্র থেকে পরপর চারটি গুলি করে অধ্যক্ষকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় স্কুলের কর্মীরা অধ্যক্ষকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্রটি দিয়ে গুলি করা হয়েছে সেটা ছাত্রের বাবার। লাইসেন্স আছে আগ্নেয়াস্ত্রটির।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, স্কুলে অন্য ছাত্রদের সঙ্গে মারামারি স্কুলের আইনশৃঙ্খলা না মানা এবং স্কুলে উপস্থিতির হার অত্যন্ত কম থাকার কারণে ১৫ দিন আগে দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ওই ছাত্রকে স্কুল থেকে বহিস্কার করেন অধ্যক্ষা।
এ ঘটনায় যমুনানগর জেলার পুলিশ সুপার রাজেশ কালিয়া জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে অভিযুক্ত ছাত্রের বাবার বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা হয়েছে। ছাত্রের বাবাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।