পাকিস্তানে ৯ হাজার মর্টার শেল নিক্ষেপ বিএসএফের!

পাকিস্তানের ওপর নয় হাজার মর্টার শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। চারদিন ধরে ভারতের জম্মু সীমান্ত দিয়ে এসব হামলা চালানো হয়। গত শুক্রবার থেকে এসব হামলা শুরু করে বিএসএফ।
ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এসব খবর জানিয়েছে। হামলার দুটি ভিডিও প্রকাশ করে এমন দাবি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে।
বিএসফের অভিযোগ, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা ভারতের মাটিতে গুলি ছুঁড়ছিল। এজন্য এসব মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
ভিডিও দুটিতে দেখা গেছে, পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার ওপারে পাক সেনাদের ঘাঁটিতে পরপর বিস্ফোরণ ঘটাচ্ছে বিএসএফ। এ সময় পাকিস্তানের ওপর নয় হাজার মর্টার শেল ছোঁড়ার দাবি করেছে বিএসএফ।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ওই হামলার ফলে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনি ধ্বংস হয়েছে। ওই সব সেনা ছাউনি থেকেই পাকিস্তানি সেনাবাহিনীকে গোলাবারুদ ও জ্বালানি সরবরাহ করা হতো।
ভারতের অভিযোগ, গত ১৮ জানুয়ারি থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর একটানা মর্টার হামলা চালায় পাকিস্তান। হামলায় পাঁচ বিএসএফ জওয়ানসহ ১২ জনের মৃত্যু হয়। এতে আহত হয় প্রায় ৬০ জন।