সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাস রেলিং ভেঙে নদীতে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাস রেলিং ভেঙে নদীতে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে দিকে রাজ্যের কোলাপুর এলাকায় শিবাজি সেতুতে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, বাসটি মহারাষ্ট্রের গণপতিপুল থেকে পুনের যাচ্ছিল। মধ্যরাতে শিবাজি সেতুতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগঙ্গা নদীতে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের পাশের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।