‘নোবেলজয়ী অমর্ত্য সেন বিশ্বাসঘাতক’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক বলেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সংসদ সদস্য। তাঁর নাম সুব্রহ্মণম স্বামী। সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) কাছে গতকাল রোববার তিনি এই মন্তুব্য করেন।
ভারতের পদ্ম সম্মান নিয়ে শুরু হয় বিতর্ক। কেন্দ্রের বিজেপি সরকার বেছে বেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) নেতাদের পদ্ম পুরস্কার দিচ্ছে বলে অভিযোগ তোলে কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) কয়েকজন নেতাকে পদ্ম পুরস্কার দিয়েছে।
কংগ্রেস নেতা রনদীপ সুরজেওয়ালা টুইট করে বলেন, ‘বিজেপির হয়ে প্রচার করায় ওই আরএসএস নেতাদের পদ্ম সম্মান দিয়েছে বিজেপি।’
এর জবাবে বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী বলেন, ‘আরএসএসের নেতারাও ভারতের নাগরিক। কোনও আকাঙ্খা না রেখেই তাঁরা সমাজসেবা করে চলেছেন।’ এরপরেই তিনি বলেন, ‘এনডিএ এর আগে অমর্ত্য সেনকেও সম্মানিত করেছিল। ভারতরত্ন দিয়েছিল। কিন্ত তিনি আসলে বিশ্বাসঘাতক।’
সুব্রহ্মণম স্বামী প্রশ্ন তোলেন, ‘অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয় লুট করা ছাড়া দেশের জন্য কি করেছেন?’
১৯৯৯ সালে ভারতের ওই সময়ের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ অমর্ত্য সেনের হাতে তুলে দেন।
তবে অমর্ত্য সেনের বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্বের রাগের বর্হিপ্রকাশ এই প্রথম নয়। ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের কোনও যৌক্তিকতা খুঁজে পাননি বলে মন্তব্য করেছিলেন অমর্ত্য সেন। তিনি ওই সিদ্ধান্তকে ভুল বলে জানিয়েছিলেন। অমর্ত্য সেনের ওই মন্তব্যে নাম না করে সেই সময় তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন ভারতের খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উত্তরপ্রদেশের এক সভা থেকে মোদি বলেছিলেন, হাভার্ডের থেকে কঠোর পরিশ্রমের শক্তি অনেক বেশি। তারপর থেকেই বিজেপির শীর্ষ নেতাদের ক্ষোভের মুখে পড়েন অমর্ত্য সেন।