ভয়ংকর! আট মাসের শিশু ধর্ষণের শিকার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আট মাসের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গত রোববার আত্মীয়ের হাতে ধর্ষণের পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছরের ওই যুবক একজন দিনমজুর। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতী মালওয়াল গতকাল সোমবার রাতে হাসপাতালে শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, ‘ভয়ংকর।’
রোববার ঘটনাটি ঘটলেও স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সোমবার তা প্রকাশ্যে আসে। স্বাতী মালওয়াল এক টুইটে জানিয়েছেন, হাসপাতালে শিশুটির তিন ঘণ্টায় অস্ত্রোপচার করা হয়েছে। তার গোপনাঙ্গ ভয়ংকর ক্ষতি হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছে।
টুইটে স্বাতী আরো লিখেছেন, ‘কী করো, দিল্লিতে আজ যখন আট মাসের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়, তখন মানুষ ঘুমায় কী করে?’
এর আগে ২০১২ সালে দিল্লিতে একটি যাত্রীবাহী বাসে ২৩ বছরের এক নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সারা দিল্লি তখন কেঁপে উঠেছিল।