এক রুপির জন্য খুন!

মাত্র এক রুপির জন্য এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঠানের কল্যাণ শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঠানের রামবাগ এলাকায় বাড়ির পাশে একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন মনোহর গামনে (৫৪) নামে এক ব্যক্তি। ডিম কেনার পর দাম মেটাতে গিয়ে এক রুপি কম দেন মনোহর গামনে। আর এই নিয়েই দোকানদারের সঙ্গে বচসা বাঁধে তার। এক রুপি কম দেওয়ায় দোকানদার গামনেকে গালিগালাজও করেন। সেই সময় মনোহর গামনে বাড়ি চলে এলেও কিছুক্ষণ পর তিনি তাঁর ছেলেকে নিয়ে ফের দোকানদারের কাছে যান। কেন তাঁকে গালাগালি দেওয়া হয়েছে দোকানদারের কাছে তার কৈফিয়ত চান। এর ফলে ফের দুই পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়।
অভিযোগ, ওই সময় দোকানদারের ছেলেও ঘটনাস্থলে চলে আসেন। তিনি ঘটনাস্থলে এসে মনোহর গামনেকে বেধড়ক মারধর শুরু করেন। অভিযোগ, তাঁকে মাটিতে ফেলে মারধর করার পাশাপাশি ক্রমাগত লাথিও মারা হয়। ফলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মনোহর গামনে।
এ ঘটনায় ঠানে পুলিশের জনসংযোগ কর্মকর্তা সুখদা নারকার জানিয়েছেন, গোটা ঘটনায় পিটিয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত সুধাকর প্রভুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।