হিন্দু-মুসলিম প্রেম, প্রেমিকার পরিবারের হাতে প্রেমিক খুন

হিন্দু-মুসলিম প্রেমের সম্পর্কের কারণে প্রেমিকার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন ভারতের দিল্লির আলোকচিত্রী অঙ্কিত সাক্সেনা (২৩)।
গত সপ্তাহে পশ্চিম দিল্লির রঘুবীর নগরের এক ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে।
আক্রমণের ঘটনার কয়েক মিনিট আগেও ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোবাইল ফোনে কথা বলছেন অঙ্কিত। ঠিক ১০ মিনিট পরেই ওই একই ক্যামেরায় ধরা পড়ে অঙ্কিতকে ঘিরে পুলিশের গাড়ি আর অনেক মানুষের ভিড়।
এই ১০ মিনিটের মধ্যে প্রেমিকার বাবা, মা, ভাই ও চাচার আক্রমণে প্রাণ হারান অঙ্কিত। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁকে। প্রেমিকার নাবালক ছোটো ভাইসহ পরিবারের অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, তিন বছর ধরে এক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অঙ্কিতের। তবে হিন্দু ধর্মাবলম্বী অঙ্কিতের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছিল মেয়েটির পরিবার। কিন্তু এর পরেও সম্পর্ক ছিল দুজনের। আর এর জের ধরেই প্রাণ হারাতে হলো অঙ্কিতকে।
যার সঙ্গে সম্পর্কের জন্য অঙ্কিতকে প্রাণ হারাতে হলো সেই তরুণী পুলিশকে জানিয়েছেন, সেদিন সন্ধ্যায় দেখা করতে যাচ্ছিলেন তাঁরা দুইজন। এই সম্পর্ক নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী এবং সিসি টিভি ফুটেজ থেকে জানা যায়, মেয়েটির পরিবার অঙ্কিতের কাছে জানতে চান যে তাঁদের মেয়ে কোথায়? এসব নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্কের পর মেয়েটির বাবা এবং চাচা অঙ্কিতকে মাটিতে ফেলে মারতে থাকেন। এ সময় অঙ্কিতের মা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসেন এবং ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও আহত হন। মায়ের সামনেই অঙ্কিতের ঘাড়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন মেয়েটির বাবা ও চাচা। এত ঘটনাস্থলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।