দিল্লিতে মালদ্বীপের দূত, ‘আগ্রহ নেই’ ভারতের

মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের বিরোধিতার মধ্যে দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বন্ধুরাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন ও সৌদি আরবের সঙ্গে আলোচনার কথা বলেছেন।
হিন্দুস্তান টাইমস জানায়, আলোচনার জন্য ভারতের নেতাদের কাছে সময় চেয়েও পাননি বলে দিল্লিতে জানিয়েছেন মালদ্বীপের দূত আহমেদ মোহাম্মদ।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ অসিম বলেছেন, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধিদল প্রথমেই ভারতের সঙ্গে আলোচনা চাইলেও ভারত রাজি হয়নি।
তবে ভারত বলছে, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এখন সৌদি আরবে রয়েছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন ফিলিস্তিন, আরব আমিরাত ও ওমান সফরে।
এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বেইজিংয়ে চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেংসুয়াং মালদ্বীপ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের হস্তক্ষেপের বিষয়ে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, মালদ্বীপের সার্বভৌমত্বের প্রতি সবার সম্মান দেখাতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধানে চায় চীন।
গত মঙ্গলবার ভারতের কাছে সেনা হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বর্তমানে শ্রীলঙ্কায় নির্বাসিত মোহাম্মদ নাশিদ।