ভারতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে নাচের শিক্ষক বরখাস্ত

কলকাতার এক নাচের শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষক দেশপ্রিয় পার্ক এলাকার একটি স্কুলে নাচ শেখান।
এই ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল থেকে স্কুলটির সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা।
অভিযুক্ত সৌমেন রানা ছয় মাস আগে স্কুলটিতে অস্থায়ী শিক্ষক হিসেবে যোগ দেন। তবে এই অভিযোগ ওঠার পরে তাঁকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
যৌন হয়রানির শিকার ওই শিশুটির পরিবারের অভিযোগ, ক্লাস করানোর নাম করে কয়েক মাস ধরে শিশুটিকে যৌন হেনস্থা করছিলেন স্কুলের নাচের শিক্ষক সৌমেন রানা। গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায় সে। পরের দিন স্কুলে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। সন্তানদের নিরাপত্তার দাবিতে স্কুলটির সামনে বিক্ষোভ করতে থাকেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টালিগঞ্জ থানা পুলিশ ও লালবাজার থেকে পুলিশ বাহিনী। অভিযুক্ত নাচের শিক্ষক সৌমেন রানাকে স্কুল থেকে নিয়ে যায় পুলিশ। এ সময় অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সামনেই ওই শিক্ষককে মারধর করেন তাঁরা। পুলিশ বাধা দিতে গেলে অভিভাবকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এতে আহত হন টালিগঞ্জ থানার দুই কর্মকর্তা।
অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে গেলেও স্কুলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করেন অভিভাবকরা। আজ শনিবার সকাল থেকেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
দুই মাস আগেই কলকাতার দুটি স্কুলে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আরো একটি ঘটনা ঘটল।