বিদেশিদের জন্য আরো কঠিন হলো তাজমহল দর্শন

বিদেশি পর্যটকদের জন্য তাজমহল দর্শন আরো কঠিন করল ভারত সরকার। তাজমহল ও এর মূল সৌধ দেখতে তাঁদের অতিরিক্ত ৪৫০ রুপি গুণতে হবে।
আগামী ১ এপ্রিল থেকে নতুন বর্ধিত ফি কার্যকর হবে। গত মঙ্গলবার ফি বাড়ানোর ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা।
মন্ত্রী জানান, তাজমহলে প্রবেশের জন্য বিদেশি পর্যটকরা এক হাজারের পরিবর্তে এক হাজার ২৫০ রুপি দেবেন। তাঁদের জন্য যত্ন ও বিশেষ খাতিরের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নতুন টিকেটে বারকোড বসানো হয়েছে। দর্শণার্থীরা সর্বোচ্চ তিন ঘণ্টা থাকতে পারবেন। ভারতের দর্শণার্থীদের জন্য টিকেটের দাম ৪০ রুপির পরিবর্তে ৫০ রুপি করা হবে।
এ ছাড়া তাজমহলের মূল সৌধ দেখতে গেলে ২০০ রুপির আলাদা টিকেট সংগ্রহ করতে হবে। যেখানে প্রবেশ করতে আগে কোনো ধরনের টিকেট লাগত না।
ভারতের কেন্দ্রীয় বেসামরিক পথপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশিদের জন্য আগ্রা রেল স্টেশন থেকে তাজমহল পর্যন্ত নিরাপদ করিডর তৈরি করা হবে। থাকবে আলাদা লেন ও শৌচাগারের সুবিধাও। সেই সঙ্গে তাজমহল দর্শনের ক্ষেত্রে দালালদের বাড়াবাড়ি বন্ধ করতেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাজমহলের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং দর্শণার্থীদের ভিড় ঠিকঠাক সামাল দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মহেশ শর্মা। তিনি বলেন, টিকেটের দাম বৃদ্ধি করার লক্ষ্য শুধু বেশি রাজস্ব আদায় নয়, সেই সঙ্গে এটাও সুনিশ্চিত করা যে, প্রকৃত আগ্রহী মানুষরাই তাজমহল দর্শনে আসবেন।
মহেশ শর্মা আরো জানান, আগামী প্রজন্মের জন্য তাজমহলকে রক্ষা করা প্রয়োজন। তাই এবার থেকে বেশ কিছু বিধিনিষেধ ও নিয়মের মধ্য দিয়ে দর্শণার্থীদের তাজমহল দর্শন করতে হবে।