পাকিস্তানি হওয়াই অপরাধ রাহাত ফতেহ আলীর : বাবুল সুপ্রিয়

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় ভারীশিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে রাহাত ফতেহ আলীর গাওয়া গান নিয়ে তিনি মুখ খোলেন। ফতেহ আলীর গাওয়া সেই গানটি ফতেহ আলীকে সরিয়ে দিয়ে অন্য কারো গলা দিয়ে ডাব করার দাবিও তুলেছেন তিনি।
বিজেপি সরকারের কেন্দ্রীয় এই মন্ত্রী প্রশ্ন তুলেছেন, যখন ভারত-পাকিস্তানের মধ্যে এত অশান্তি চলছে তখন কেন পাকিস্তান থেকে বিনোদনের জন্য লোক আনতে হবে? তিনি আরো বলেন, যদি সত্যি ওই গানে রাহাতের গলা থাকে তবে ছবির নির্মাতাদের অনুরোধ করব অন্য কাউকে দিয়ে ওই অংশটি ডাব করানো হোক।
বাবুল সুপ্রিয় আরো বলেছেন, তিনি জানেন না কেন পাকিস্তানের আতিফ আসলাম ‘দিল দিয়া…’ গানটি গাওয়ার সুযোগ পেলেন? তিনি বলেন, “যেখানে আমাদের অরিজিত সিং গানটি অনেক ভালো গাইতে পারতেন। তিনি বলেন, আতিফ বা রাহাত কাউকে নিয়েই আমাদের কোনো সমস্যা নেই। ‘দিল দিয়া’ আতিফ দারুণ গেয়েছেন, রাহাতও ভালো গায়ক। আমাদের সমস্যা ব্যক্তি আতিফ বা রাহাতকে নিয়ে নয়, সমস্যা তাঁদের পাকিস্তানি পরিচয় নিয়ে।” এটি কোনো রাজনৈতিক অবস্থান নয় বলেও দাবি করেন বাবুল। তিনি বলেন, ভারতের যে পরিবারগুলো সন্তান হারিয়েছে তারা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে যদি গোটা দেশ তাদের পাশে থাকে।
বাবুল তাঁর বক্তব্যে আরো বলেন, হিন্দি সিনেমায় পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করলে সারা বিশ্বে বার্তা যেত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটা ভারতীয়দের প্রতিবাদ। তিনি সাফ বলেন দেন, অনেক হয়েছে। পাকিস্তানি শিল্পীদের এখনই নিষিদ্ধ করা হোক। তাঁদের অপরাধ একটাই, তাঁরা পাকিস্তানি। আর সেই পরিচয়টাই ভারতীয়দের কাছে মুখ্য হয়ে উঠুক।