তিন বছর ধরে মাথায় পৌনে দুই কেজির টিউমার, অবশেষে…

মাথায় এক কেজি ৮০০ গ্রামের একটি টিউমার নিয়ে তিন বছর ধরে চিকিৎসক আর হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন উত্তর প্রদেশের এক যুবক। কেউ অস্ত্রোপচার করতে রাজি হননি।
এদিকে, টিউমার বড় হতে হতে তা চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একেবারে ক্ষীণ হয়ে আসে যুবক সন্তলাল পালের দৃষ্টিশক্তি। শরীরে আরো নানা রোগ বাসা বাঁধতে থাকে। ক্ষুদ্র ব্যবসায়ী সন্তলালের জীবনই যেন হুমকির মুখে পড়ে যায়।
কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়েছে। মুম্বাইয়ের নাইর হাসপাতাল কর্তৃপক্ষ সন্তলালের অপারেশন করতে রাজি হয়। গত ১৪ ফেব্রুয়ারি এই যুবকের অস্ত্রোপচার হলেও হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ করে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাইর হাসপাতালের চিকিৎসক ত্রিমূর্তি নাদকার্নি দাবি করেছেন, মানুষের মাথা থেকে এটিই সবচেয়ে বড় টিউমার অস্ত্রোপচারের ঘটনা। তিনি সুস্থ আছেন এবং এখন অনেকটাই বিপদমুক্ত। এখন এর ধকলটা কাটিয়ে ওঠাই সবচেয়ে বড় ব্যাপার।
সন্তলাল পালের স্ত্রী দি হিন্দুকে বলেন, অস্ত্রোপচারের জন্য উত্তর প্রদেশের তিনটি হাসপাতালে গিয়েছিলেন তাঁরা। সবাই তাঁদের ফিরিয়ে দিয়েছেন।
এ ধরনের অস্ত্রোপচার জটিল বলে উল্লেখ করেন চিকিৎসক ত্রিমূর্তি। তিনি বলেন, সন্তলালের অস্ত্রোপচারের সময় ১১ ব্যাগ রক্ত লেগেছে।