আমরা উপযুক্ত সময়ে আওয়াজ তুলবো : রজনীকান্ত

ভারতের জনপ্রিয় অভিনেতা কমল হাসান ইতিমধ্যেই নিজের রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন। এবারে সেই প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছেন তামিল ছবির অন্যতম সুপারস্টার রজনীকান্ত।
গত বছরের ৩১ ডিসেম্বর রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত। কিন্ত কবে সেই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে সেকথা খোলসা করেননি তিনি। তাঁর আগেই অভিনেতা কমল হাসান তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করে দিয়েছেন। এই পরিস্থিতিতে রজনীকান্ত যে পিছিয়ে থাকতে নারাজ তা স্পষ্ট করে দিলেন। শুক্রবার রজনীকান্ত তাঁর অনুসারীদের উদ্দেশে বলেছেন, ‘বলা হচ্ছে অন্যরা নতুন রাজনৈতিক দল গঠন করে শোরগোল ফেলে দিয়েছেন, সেখানে আমরা চুপচাপ রয়েছি। কিন্ত আমরা উপযুক্ত সময়ে আওয়াজ তুলবো।’
তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় এক জনসভায় দাঁড়িয়ে রজনীকান্ত বলেন, তামিলনাড়ুতে কোনো রাজনৈতিক দলের ভোট পাওয়ার ক্ষেত্রে যদি নিশ্চয়তা থাকে, তবে তার নেপথ্যে রয়েছে মানুষের মধ্যে সেই দলের শক্তপোক্ত ভিত্তি গড়ে তোলা। তাই সবার আগে সেই রকম ভিত্তি গড়ে তুলতে হবে।
রজনীকান্ত বলেন, ‘সবার আগে একটি পরিবারকে ঠিকমতো চালাতে গেলে পরিবারের কর্তাকে উপযুক্ত হতে হয়। তাই আমাদের লক্ষ্য রাজনৈতিক দল গঠনের আগে ভিত্তি গড়ে তোলা।’