ভারতে পুলিশের অভিযানে ১০ ‘মাওবাদী’ নিহত

ভারতের ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে যৌথবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাওবাদী দলের সদস্য। এই অভিযানে আহত হয়েছেন পুলিশের এক সদস্য।
আজ শুক্রবার ভোর থেকে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের বীজাপুরের পুজারি কাঁকের এলাকায় এসব অভিযান চালানো হয়।
তেলেঙ্গানা পুলিশের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার ভোরে প্রথম হামলা চালানো হয় যৌথবাহিনীর পক্ষ থেকেই। এ সময় পাল্টা হামলা করে মাওবাদীরা। পুলিশের পরিকল্পিত এই হামলার মুখে মাওবাদীদের কয়েকজন শীর্ষনেতা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, চলতি সপ্তাহের শুরুতে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এলাকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছিলেন। সেই ঘটনার পর এই যৌথ অভিযান চালায় তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের বিশেষ দল ও জেলার রিজার্ভ গার্ড।