জঙ্গিদের ‘আশ্রয় দেওয়ায়’ ভারতে তিন বাংলাদেশি গ্রেপ্তার

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার ভারতীয় দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। তিনজন মহারাষ্ট্র রাজ্যের ওয়ানাবাদি ও আকুর্দি এলাকায় দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছিলেন। কারো পরিচয় প্রকাশ করা হয়নি।
মহারাষ্ট্র রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস)এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজনের বয়স ২৫ থেকে ৩১ বছর। তারা খুলনা অথবা শরীয়তপুরের বাসিন্দা।’
কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদে তিনজন স্বীকার করেছেন তারা আনসারুল্লাহর সদস্যদের আশ্রয় ও সাহায্য দিয়েছেন। তিনি বলেন, প্রথমে খবর পেয়ে তারা ওয়ানাবাদি এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর আরো দুই বাংলাদেশির তথ্য পাওয়া যায়। পরে আকুর্দি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনজনের কাছে আধার কার্ড ছিল। এগুলো জালিয়াতির মাধ্যমে তারা পেয়েছিল।
সন্ত্রাসবিরোধী স্কোয়াডের ওই কর্মকর্তা আরো বলেন, অনুসন্ধান জানা গেছে এই তিনজন এবিটির সদস্যদের ভারতের লুকিয়ে রাখতে সহায়তা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নির্মাণ শ্রমিক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।